বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
গত ৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় গঠিত এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তা রয়েছেন ৩ হাজার ৮৮ জন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
Discussion about this post