স্টাফ রিপোর্টার:দিনের সাথে বদলে যাচ্ছে করাল গ্রাস এর দিন, আসতেছে আলোর প্রদীপ। ভোলার তজুমদ্দিন চর মোজাম্মেল এর যুব সমাজের অহংকার হান্নান ফরাজি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই নেশা সাহায্য করাটাই কর্তব্য প্রতিষ্ঠিত করাটাই যেন তার অধিকার।
ক্ষমতা নিয়ে নয় মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে থাকতে চান , ক্ষমতা দুইদিনের মানুষের ভালোবাসা চিরদিনের। যুব সমাজের সকল কে সাথে নিয়ে সুন্দর সুস্থ একটি বসবাসের উপযোগী চর মোজাম্মেল গড়ে তুলবেন।
সুন্দর সুস্থ শান্তিপূর্ণভাবে বসবাস করার একটি স্থান থাকবে জল্পনা আর কল্পনা নয় বাস্তবে দেখার পালা সাধারণ মানুষের জনপ্রিয়তা। ছোট, বড়, ধনী, গরীব, অসহায় সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন ভোলার তজুমদ্দিন চর বাসীর সকল পেশা দার মানুষের। কান্নাহাসির মাঝে নিজেকে রেখে চলছেন সব সময়, সাধারণ মানুষের পাশাপাশি থেকে তাদের আপদে বিপদে সাহায্যের হাত বারিয়ে যাচ্ছেন।
তজুমদ্দিন চর মোজাম্মেল বাসীর কাছ থেকে জানা জায়, অসহায় পরিবার কে সাহায্য করেন খোঁজ খবর নিয়ে জেলে কৃষক দিনমজুর অসহায় পরিবারকে আত্মিক সহযোগিতা করে যাচ্ছেন। অকাল পরিশ্রম করে মেধাশ্রম খাটিয়ে নিজের পায়ে হেঁটে সাধারন পরিবারের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছেন। বেশ কিছু পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা করেছেন হাজারো ব্যস্ততার মাঝে ছুটে চলে আসেন, সাধারণ পরিবারের সদস্যদের মাঝে।
এদিকে সকল শ্রেণির পেশার মানুষ জানিয়েছেন হিংসা, অহংকার, গৌরব কাজ না করে, ভালোবাসার মায়ার বাধনে বন্ধী করে নিয়েছেন সকল কে। অসহায় পরিবার কে প্রতিষ্ঠিত করাই যেন তার লক্ষ্য, সাধারণ মানুষের পাশে ধারানো তার নেশা, সাহায্য করাটাই যেনো তার কর্তব্য। টাকা পয়সা না থাকলেও আছে তার বুক বড়া ভালোবাসা চর মোজাম্মেল এর সকল পেশাদার মানুষের একটাই প্রত্যাশা হান্নান ফরাজির মত প্রতিটা ঘরে ঘরে হৃদয়বান হান্নান এর জন্ম হোক।