এস এম মনিরুজ্জামানঃ বাগরহাটে বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে বুদ্ধি প্রতিবন্ধি স্কুল চত্বরে এ কম্বল বিতরন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বেবী মোরশেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে কম্বল তুলে দেন বাগরহাট সদর আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
এসময় উপস্থিত ছিলেন,বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পারভিন আক্তার, শেখর ব্যানাজী, স্কুলের শিক্ষিকা মনজিদা খানম, দিপানিতা পাল, নবমিতা রায়, হিমাসু কুমার পাল প্রমুখ।