জনতার কলাম ঃ কথা হয়েছিল এক প্রতিবন্ধী, মোঃ গোলাম মোরশেদ (ডাকনাম:- মোরশেদ খান) ফেসবুক আইডি Prince Morshed Khan. -এর সাথে। বাসা:- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পান্না পাড়ায়। জন্মগত ভাবেই প্রতিবন্ধী হাত-পা অচল । তাই বলে পরিবারের বোঝা হয়ে বসে থাকেনি। ভিক্ষার থালা নিয়েও রাস্তায় নামেনি। আবার নিরক্ষর হয়েও থাকেনি। তাঁর ফেসবুক আইডি দেখেই তা বুঝা যায়। “নবীর শিক্ষা কর না ভিক্ষা, মেহনত কর সবে” -এ বাণীকে বুকে ধারণ করে, ভিক্ষার থালার পরিবর্তে সব প্রতিবন্ধকতা কে ডিঙ্গিয়ে ওজন মাপার যন্ত্র নিয়ে বসে পড়লেন আগ্রাবাদ মোড়ে আকতারুজ্জামান সেন্টারের সামনে। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোড় , আকতারুজ্জামান সেন্টারের সামনে গেলেই মোরশেদ খানের সাথে দেখা হয় সকলের ।