বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক, মাদ্রাসার প্রধানগণের হাতে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার ৭ মে ২০২০, এ চেক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় সৈয়দ ফয়েজুল বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক মাদ্রাসা প্রধানদের প্রদান করা হয়েছে। এ অনুদানের অর্থ মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিক্ষার্থীদের কল্যাণের জন্য ব্যয় করার নির্দেশ দেয়া হয়েছে।
চেক বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর কওমি মাদ্রাসার প্রধানগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।