আগামী ৪ ডিসেম্বর চটগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে গণসংযোগ, প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর বাকলিয়াস্ত পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজার মোড় হইতে মিয়াখান রোড দিয়ে ১৯নং দক্ষিণ বাকলিয়া হয়ে ২০ নং দেওয়ান বাজার ওয়াডের নিলুফা কায়সার কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে ও এনামুল হক মানিকের সঞ্চালনায় প্রচারণা সমাবেশের বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি।
তিনি বলেন, আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরী হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়েছেন,চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশর অর্থনেতিক উন্নয়ন। আগামী নির্বাচনের গুরুত্ব ও সরকারের সফলতার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে চট্টগ্রামের এই জনসভা।
এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র।
পথসভায় বক্তব্য রাখেন রকিবুল ইসলাম সেলিম, আরাফাতুল করিম, মেহেদী হাসান, রুবেল সিকদার, মো:আশিকুন্নবী, মিজানুর রহমান মিজান, ইসমাইল উদ্দিন রুবেল, মিসবাহ উদ্দিন বাপ্পী।
এছাড়া উপস্থিত ছিলেন শাহাজাদা চৌধুরী, শাহদাৎ সালাম শাওন, মো:আরিফ হোসেন, মাহফুজ আলম সাইমন, ঐশিক পাল জিতু, নোমান চৌধুরী রাকিন, ইনজামুল ইমু, ইয়াসির আরাফাত মুন্না, মিনহাজুল ইসলাম,
এরশাদ মিশন, আব্দুল আজিজ রাইহান, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন বাপ্পী, ফারুকুল ইসলাম, গিয়াসউদ্দিন, মুহাম্মদ মুশফিক প্রমূখ।