জি,এম,আব্দুল মজিদ শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি ঃ শ্যামনগরে জননেএী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ রা মার্চ খুলনা আগমন উপলক্ষে এক মটর সভা যাএা পালিত হয়। দেশরত্ন শেখ হাসিনার ৩ রা মার্চ খুলনা আগমন উপলক্ষ্যে,সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে, সকাল ১০ টায় শ্যামনগর প্রেস ক্লাব এর সামনে থেকে ছয় শতের অধিক মটর গাড়ি নিয়ে মটর শোভা যাএা করা হয় , আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মুজিব আর্দশের সৈনিক জননেএী শেখ হাসিনার আস্তাভাজন গরিব অসহায় মেহনতি মানুষের আশ্রয় দাতা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিপ্লবী শিক্ষা বিষয়ক সম্পাদক জি,এম,শফিউর আজম লেলিন, এ সময় হাজার হাজার মানুষ রাস্তার দুই ধারে উপস্থিত থেকে হাত নাড়িয়ে সাধুবাদ জানান সবাই কে, এ মটর শোভা যাএায় আরো অংশ নেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ, ছাএলীগ,যুবলীগ,শ্রমিকলীক,সেচছাসেবকলীগ,সহ সর্বস্তরের জনগণ সহ আরো অনেকে ।ছবি ফাইল ফটো
Discussion about this post