বিল্লাল হোসেনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। এ কার্যক্রম সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে।
সারা দেশের ন্যায় বুধবার সকাল ১১ টার সময় দেবিদ্বার উপজেলার মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই। এই সময়ে সারাদেশে সাড়ম্বরে বই উৎসব পালিত হচ্ছে।
নতুন বই শিক্ষার্থীদের জন্য এক অভিনব উপহার। উক্ত মরিচা ছায়েদ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল হাসান ভূঁইয়ার হাতে ষষ্ঠ হতে দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিনামূল্যে পাঠ্য বই দেওয়া হয়।
বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ভূঁইয়া, সহকারি প্রধান শিক্ষক মাহবুব হাসান ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মোঃ কবির হোসেন,মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, মোঃ ওমর ফারুক, মোঃ মনিরুল ইসলাম, আব্দুল কাদের,মোঃ নুরুল ইসলাম, মেহেদী হাসান, জেসমিন ফারহানা, শাহিনা বেগম, কামরুন নাহার, নাসরিন বেগম সহ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহ আলম সরকার আবু ইউসুফ পাঠান, শাহ আলম, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল ইসলাম প্রমূখ। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে একটা উৎসব বিরাজ করে।
শিক্ষার্থীরা সারাবছর এই দিনটির অপেক্ষায় থাকে। বই উৎসবের প্রধানতম সফল একটি দিক হলো শিশুদের বিদ্যালয়মুখী করা। সকল শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। নতুন শ্রেণি, নতুন বই।
এটি শিক্ষার্থীদের মাঝে প্রেরণা জাগায় এবং উৎসাহ সৃষ্টি করে। বর্তমানে শিক্ষার্থীর হাতে ঝকঝকে ছাপা রঙিন বই দেওয়া হচ্ছে। ফলে বই সংগ্রহ করার দিনটি শিক্ষার্থীদের জন্য অনেক আকাঙ্ক্ষার এবং আনন্দের।
নতুন রঙিন বই শিশুদের বই পড়ার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে অনেক অন্তরায় দুর করা যায়। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষাখাতে বাজেটের এক উল্লেখযোগ্য বিনিয়োগ জাতির জন্য সত্যিকার অর্থেই লাভজনক তা বাস্তবতার নিরিখেই প্রমাণিত হয়েছে।
দেশের সামগ্রিক শিক্ষার হার বৃদ্ধি ও শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ, দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবই বিতরণ ও নারীদের অবৈতনিক শিক্ষার পদক্ষেপ, শত চ্যালেঞ্জের মাঝেও সুষ্ঠুভাবে সম্পাদন বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছে।