নাগরপুর প্রতিনিধিঃসারা দেশের ন্যায় নাগরপুরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। 

সোমবার ২৩ মার্চ ২০২০, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন।
যদি প্রবাসফেরত ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করে তাহলে অমান্যকারীদের বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি করোনা ভাইরাস কে ভয় না পেয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলম চাঁদ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ ।
Discussion about this post