গোপালগজ্ঞ,মো: ফয়সাল আহমেদ:গোপালগজ্ঞ সদর থানার খেলনা গ্রামে প্রভাবশালী কিছু ব্যক্তি কৃষকদের প্রতি অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভি্যোগ উঠেছে । সুত্র জানায় গ্রামের কৃষকেরা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতো,সে রাস্তা টি দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না প্রভাবশালী কিছু ব্যক্তি,আরো জানাগেছে কৃষকেরা অন্য জেলা থেকে এসেছেন, কৃষিকাজ করার লক্ষে তবে পথের কাটা হয়ে দাড়িয়েছে কিছু ব্যাক্তি, যাতায়াতের রাস্তা বন্দ করে দেয়াতে কৃষকরা পড়েছেন বিপাকে, বাধ্য হয়ে অন্য রাস্তা দিয়ে ধান মাথায় করে পাড়ি দিচ্ছে অতিরিক্ত ১কি:মি:রাস্তা,যা তাদের দ্বারা খুবই কষ্টকর। কৃষকদের মনে একটাই প্রশ্ন যাগে,গরীব বলে কি ফিরে পাবে না তারা তাদের অধিকার।কৃষকদের একটাই দাবি অচিরেই কৃষকদের যাতায়াতের রাস্তা খুলে দেওয়া হোউক ।
Discussion about this post