৭১বাংলাদেশ প্রতিবেদকঃপ্রভাব শালীদের সহায়তায় পূজার ধর্ষক পঙ্কজ ধরা ছোয়ার বাহিরে। নওগাঁ সদরে দুর্গাপূর গ্রামে দূর্গাপূজার নবমীর দিন গত বৃহস্পতিবার ১৮-১০-২০১৮ সকাল ১১ ঘটিকায় বাক প্রতিবন্ধী চতুর্থ শ্রেনীর নাবালিকা পূজা(১৪) কে যোর পূর্বক ধর্ষন করে একই গ্রামের পঙ্কজ(৩৮) । পরবর্তীতে পুলিশ কিশোরীকে উদ্ধার করে নওগাঁ মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। এবং সাথে সাথে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে প্রতিবাদে মূখর হয়ে উঠে সামিাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। এবং ধর্ষনের দিন থেকে পূজা পরিবার কে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে স্থানী সেচ্ছাসেবি সংগঠন মানবতায় নওগাঁ । এবং ঐদিনই পুজার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। জানাযায় স্থানীয় প্রভাব শালী ব্যাক্তিবর্গের একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার যোর চেষ্টা চালায়।এবং তাদের সহযোগিতায় ধর্ষক পঙ্কজ আত্মগোপন করে। যে কারন পুলিশ বার বার ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালালেও সফল হতে পারেনি।এদিকে ঘটনার দিন হতে ৫ পাঁচ দিন পার হয়ে গেলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় ফুসে উঠে স্থানীয় সেচ্ছা সেবী ও একাধিক সংগঠন। এবং এরই ধারাবাহিকতায় নওগাঁয় বাক প্রতিবন্ধী চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ডাক দেওয়া হয়। এবং সোমবার সকাল ১১ ঘটিকায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার পাদদেশে ধর্ষণকারী পঙ্কজকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৭টি সামাজিক সংগঠন এই কর্মসূচীর আয়োজনে করে। বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম সংবাদের সম্পাদক এস,এম,আজাদ হোসেন মুরাদ,জহির রায়হান চলচিত্রের সাধারণ সম্পাদক রহমান রায়হান, মানবতায় নওগাঁ এর সভাপতি মেহেদী হাসান (অন্তর), খেলাঘর আসর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ওয়াদুদ, স্বপ্ন সারথী পাঠক ফোরামের সভাপতি মিজানুর রহমান প্রমূখ। এ সময় বক্তরা বলেন, নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় থানায় মামলা দায়ের করার পর ৫ দিন পার হলেও আসামী পঙ্কজ কুমারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপর দিকে ওই কিশোরীর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখানোতে নিরাপত্তাহীনতায় রয়েছেন কিশোরীর পবিবারের সকলেই ।
Discussion about this post