টাঙ্গাইল প্রতিনিধিঃবহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাগরপুর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শাহআলম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, যুবউন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহা, নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবীর মুকুল প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।