এস এম মনিরুজ্জামানঃসাংবাদিক শেখ ফারুক হোসেনকে আহবায়ক এবং শেখ শিহাব উদ্দিন
রুবেলকে সদস্য সচিব করে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর
আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান
দুলুর সভাপতিত্বে শুক্রবার (৭ জুন) বিকাল ৩টায় অস্থায়ী কার্যালয়ে এ কমিটি
গঠন হয়। সাংবাদিক আলমগীর হোসেন এর পরিচালনায় কমিটি গঠন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এইচ. এম নাছির উদ্দিন, পি.কে অলোক,
মান্না দে, আকাশ বিশ্বাস, বাদশা আলম, এম জাকির হোসেন, শেখ আজমল
হোসেন, শেখ মাসুম বিল্লাহ, মোজাহিদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক দৈনিক ৭১ বাংলাদেশ বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, ডা: আল মামুন, মেহেদী
হাসান, আনন্দ দে, বাপ্পা দত্ত, সুমন মল্লিক, সৈয়দ অনুজ, আনিছুর রহমান, হাবিবুর রহমান, ডা: মিজানুর রহমান, এস.কে
রাজিব, সরদার মনির, মো: সাগর মল্লিক, শেখ মুশফিকুর রহমান, কামরুজ্জান
শেখ, কিশোর দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকলের সম্মতিতে দৈনিক প্রবাহ পত্রিকার ফকিরহাট
প্রতিনিধি শেখ ফারুক হোসেন কে আহবায়ক এবং আনন্দ টেলিভিশন ও
দৈনিক গোপালগঞ্জ বার্তার বাগেরহাট জেলা প্রতিনিধি,দৈনিক আমাদের
সময়,দৈনিক নওয়াপাড়া পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি শেখ শিহাব
উদ্দিন (রুবেল) কে সদস্য সচিব নির্বাচিত করে একটি আহবায়ক কমিটি
গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ
কমিটি করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।(ছবি-এস এম মনিরুজ্জামান)
Discussion about this post