এস এম মনিরুজ্জামানঃবাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে যে সব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন তাদের মধ্যে বাছাই পর্বে জাতীয় পার্টির মনোনিত ফকিরহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল বাদ পড়েছেন বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান জানান, কাগজপত্রাদী ক্রুটি থাকার কারনে তিনি বাদ পডেছেন। এদিকে বর্তমানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন দুইজন প্রার্থী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও ওয়াকার্স পার্টির নুর মোহম্মদ মোড়র। অপরদিকে, ভাসচেয়ারম্যান পদের জন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন (পুরুষ) ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও (মহিলা) ভাইস চেয়ারম্যান তহুরা খানম সাথি। এখন শুধুমাত্র ঘোষনার অপেক্ষায় রয়েছে এই দুই প্রার্থী।