এস এম মনিরুজ্জামানঃবাগেরহাট জেলার অভ্যন্তরে ছোট নদী খাল পুনঃখনন প্রকল্পের ফকিরহাটের ভৈরব নদীর পার্শ্ব খাল ফকিরহাট বাজার, আট্রাকীর অংশ খননের বিষয়ে নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে।এবং অনিয়ম ভাবে খাল কাটার আগে মূল খালের দু-পাশে স্কেভেটর চলাচলের জন্য সাধারণ মানুষের বিভিন্ন প্রকার ফলজ গাছ সহ বাড়ি ঘর ভেংগে রাস্তা তৈরি করা হচ্ছে।যেটা প্রয়োজন আছে বলে মনে করছেন না এলাকার সাধারণ মানুষ।সাধারণ মানুষের মন্তব্য হচ্ছে,এসব ছোট খাল খননের জন্য খালের ভিতর ষ্টিলের প্লেনসিট বিছিয়ে দিয়ে স্কেভেটর মাটি কেটে দু-পাশে ফেলে দিয়ে যাবেন।তা না করে খালের দু-পাশে ব্যাপক ক্ষতি করে আগে রাস্তা তৈরি করা হচ্ছে।এ রাস্তার ভিতর অনেকের ব্যাক্তি মালিকনা জমিও আছে।
এত ক্ষয়ক্ষতির পর যেভাবে খাল খনন করে যাচ্ছে তাতে একটু ভারী বৃষ্টি হলেই সাবেক যেরুপ ছিল সেই রুপে পরিনত হবে ফকিহাটের ঝটার খাল।খাল খননের চার ভাগের এক ভাগ ও খাল খনন হয়নি,এরই ভিতর খালের দু-পাশের মাটি ভেঙ্গে খাল ভরাট হবার পরিনতি তে পৌছেছে।
এলাকার মানুষের প্রশ্ন, এত ক্ষয়ক্ষতির পর যদি খাল খননে দূর্নীতি হয় তাহলে আমাদের ত্যাগে কি পেলাম?এলাকার জনমানুষের মনে যে সস্তি ফিরে এসেছিল,সেই মানুষের মনে আজ ক্ষোবে ভারাক্রান্ত।খাল যাতে সঠিক ভাবে খনন হয় সে বিষয়ে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষন করছে এলাকার সকল সাধারণ মানুষ ।