এস এম মনিরুজ্জামান:বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিরিন হক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কান প্রতিযোগিতা হয়। এতে প্রথম স্থান অধিকার করে তৃষা হালদার দ্বিতীয় স্থান রিয়া আক্তার ও হুমায়ারা খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্তরে বৃক্ষরোপন করা হয় এসময় উপস্থিত ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ,শিক্ষ ক খায়রুল বাসার (জুয়েল),সহ ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিজাউল হাসান রানা,সাধারণ সম্পাদক আখলাক শাহেদ,সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃসাগর মল্লিক,শেখ কামরুল ইসলাম,মোঃ অভি,শেখ সাগর,মিরাজ,রিফাত,প্রমূখ।