বিশেষ প্রতিনিধিঃস্বজন হারানোর শত দুঃখ ও শোকের মাঝে আপনি একা নন, আমরা আছি আপনার পাশে, সবসময়। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার যে সব প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সে প্রবাসী পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে ছুঁটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন।
শনিবার(১৬ মে) ১১টি পরিবারের মধ্য থেকে প্রথম পর্যায়ে ফটিকছড়ি পৌরসভা, লেলাং ও ধর্মপুরে ঈদ-উল-ফিতরের ঈদ শুভেচ্ছা উপহার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার। করোনায় প্রাণ হারানো ওই ১১জন প্রবাসীরা হলেন, উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়ার ইউএই প্রবাসী নুরুল ইসলাম মিন্টু, গোপালঘাটা(লেলাং) ইউপির সৌদি প্রবাসী মোঃ মিজানুল আলম,একই ইউপির ৭নং ওয়ার্ড লাল মিয়া বলির বাড়ির মো.সালাউদ্দিন।
ধর্মপুর ইউপির ১নং ওয়ার্ডের নুর আলী টেন্ডল বাড়ীর ইউএই প্রবাসী মো. বেদারুল আলম, একই ইউপির ২নং ওয়ার্ড ছত্তারকুল দুন্নুতশাহার বাড়ীর ইউএই প্রবাসী জসিম উদ্দিন,একই ইউপির ১নং ওয়ার্ডের নুর আলী টেন্ডল বাড়ির ইউএই প্রবাসী মোঃ শাহ আলম, একই ইউপির ৩নং ওয়ার্ডের অলি আহমদ বাড়ির ইউএই প্রবাসী মোঃ শহিদুল আলম, বক্তপুর ইউপির ৬নং ওয়ার্ড বক্তপুর শুক্কুর বাড়ীর ইউএই প্রবাসী আব্দুল কুদ্দুস, একই ইউপির বক্তপুর ছুন্নু বাপের বাড়ীর ইউএই প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম, সমিতির হাট ইউপির ৪নং ওয়ার্ডের মধ্য নিশ্চিন্তাপুর ইউএই প্রবাসী শফিউল আলম, জাফতনগর ইউপির ৭নং ওয়ার্ড মাসুম বাড়ীর প্রবাসী জাফরুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়িতে যে সব প্রবাসী প্রবাসে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আমরা তাদের জন্য মর্মাহত, (১৬মে) আমরা প্রথম পর্যায়ে ফটিকছড়ি পৌরসভা, লেলাং ও ধর্মপুরে স্বজনহারা পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ শুভেচ্ছা উপহার দিয়ে এসেছি। পরে বাকী পরিবার গুলার ঘরে যাবেন বলেও জানান তিনি।