বিশেষ প্রতিনিধিঃফটিকছড়ির নাজিরহাটে নুর অায়েশা (২৮) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার ৭ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের ইমাম নগর গ্রামের শমসু সওদাগরের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত নুর অায়েশা ওই এলাকার মৃত অাব্দুল হাকিমের পুত্র শফি চৌকিদারের (গ্রাম পুলিশ) দ্বিতীয় স্ত্রী। শনিবার বিকাল ৫ টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাঈল ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ‘স্বামী শফির সাথে পারিবারিক মনোমালিন্যের জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে সবার অগোচরে শোবার ঘরে গিয়ে অায়েশা ফাঁসিতে ঝুলে অাত্মহত্যা করে। তবে জানতে চাইলে উদ্ধার কাজের দায়িত্বে থাকা ফটিকছড়ি থানার এস.অাই দুলাল বলেন, ‘অাত্মহত্যা করেছে কিনা নিশ্চিত নই। লাশ ঝুলন্ত অবস্থায় ছিলোনা। অামরা যখন গিয়েছি, তখন লাশ নিচে ছিলো। নিহতের শরীরে কোন অাঘাতের চিহ্নও নেই। লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮ টা) তিনি অারো জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগও করেনি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের পর অাত্মহত্যা কিনা নিশ্চিত হওয়া যাবে। মামলার প্রক্রিয়া চলছে।