৭১ বাংলাদেশ ডেস্কঃজাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে বি এন পি মনোনীত প্রার্থী কর্ণেল(অবঃ) আজিমুল্লাহ বাহার চৌধুরীর ধানের প্রতীকের সমর্থনে প্রার্থীকে নিয়ে একসাথে নির্বাচনী প্রচারনায় নামলেন ফটিকছড়ি বি এন পির দুই আহবায়ক। ১৯ ডিসেম্বর উপজেলার রোসাংগরী, সমিতিরহাট,নাজিরহাটসহ বিভন্নস্থানে গনসংযোগ করেন। এসময় দুজনই ধানের শীষ প্রতীকের লিপলেট বিতরণ করেন এবং ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ফটিকছড়ি বি এন পির দুই ধারায় বিভক্ত। রয়েছে পাল্টা পাল্টি দুই আহবায়ক কমটি। একটির আহবায়ক আলহাজ্ব ছালাউদ্দিন,অন্যটির আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর। দুজনই সংসদ নির্বাচনে মনোয়ন প্রত্যাশি ছিলেন এবং দুজনই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। কিন্তু কেউ জয়ী হতে পারেননি। কর্মী সমর্থকদের অভিযোগ ছিল বিভক্তির কারনেই দুজনই পরাজিত হয়েছিলেন। এ প্রসঙ্গে আলহাজ্ব ছালাউদ্দীন বলেন,বি এন পির মধ্যে কোন ভেদাভেদ নেই। বড় দল হিসেবে নেতাকর্মীদের মাঝে মান অভিমান থাকে। মান অভিমান ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থীর জন্য কাজ করছি। গণসংযোগকালে প্রার্থী কর্ণেল আজিমুল্লাহ বাহার বলেন,যোগ্যনেতৃত্বের অভাবে ফটিকছড়ির কাঙ্খিত উন্নয়ন হয়নি। অবহেলিত ফটিকছড়ির উন্নয়েন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি আহবান জানান