৭১ বাংলাদেশ ডেস্কঃ শাইরা রহমান প্রিতী এসটিভি২৪নিউজবিডির ফটোসাংবাদিক ।৩বছর আগে তার মা ও বাবার মৃত্য ঘটে তখন সে সপ্তম শ্রেনীতে পড়ে।অভিভাবক নেই সে থেকে জীবন যুদ্বে সংগ্রাম করে পড়া লেখা সহ ক্ষুদানিবারন করছে অতি কষ্টের মধ্যে।নিজে চাকুরী করে সব চালিয়ে যাচ্ছে।তবুও শান্তিতে ঘুমাতে পাড়ে না।নানান রকম ফাদে ফেলে তার ইজ্জত নষ্ট করার অপচেষ্টা করে যাচ্ছে একটি মহল।জানতে পারে নিজেকে রক্ষা করার জণ্য সাংবাদিক পেশা নিরাপদ এমনটা ভেবেই ফটোসাংবাদিক হিসাবে যোগদেয় এসটিভি২৪নিউজবিডি অনলাইন মিডিয়ায়।তবুও রক্ষা পাচ্ছে না।সে সকলের কাছে সহযোগীতা কামনা করে যাতে চাকুরী করে নিজেকে রক্ষা করে চলতে পারে। গত কিছু দিন আগে সাংবাদিক শাইরা রহমান প্রিতীর নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি খুলে বিভিন্ন ভাবে সুনাম নষ্টসহ বিপদে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে একটি মহল।এ ব্যাপারে শাইরা রহমান প্রিতী আজ থানায় জিডি করেছে।তিনি আরো জানান বেশ কিছু দিন যাবত মোবাইল ফোনে হুমকি দিচ্ছে।গত কিছু দিন আগে তার পরিচিতদের ঐ আইডি থেকে নানান ভাবে মেসেজ দিচ্ছে যাহা তার পেশাগত দায়িত্ব ও সমাজে অপবাদের মুখোমুখি হতে হচ্ছে।একের পর এক ছবি আপলোড করছে যা দেখলে সবাই আমার আইডি মনে করবে।হয়তো কোন পোষ্ট দিয়ে তাকে বিপদগামী করে তুলতে পারে।তাই যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ ও তার বিরোদ্বে এমন অপরাধের জন্য তদন্তসহ অপরাধীকে আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের জোর দাবী জানান।তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছে এবংপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।