বিশেষ প্রতিনিধিঃরবিবার ২০ অক্টোবর নগরীতে পরিচালিত এক অভিযানে ফিটনেসবিহীন বাস চালানো ও চালাতে দেয়ার অপরাধে একই বাসের মালিক, চালক ও হেলপারকে কারাদণ্ড দেয়া হয়েছে। নগরীর বহদ্দারহাট মোড়ে পরিচালিত মোবাইল কোর্টে এ কারাদণ্ডাদেশ দেন বিআরটিএ, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক।
রবিবার দুপুর ১২.০০ টার দিকে ১০ নং রুটের চট্টমেট্রো জ ১১-০৪১১ নম্বরের বাসটি কালুরঘাট না গিয়ে চান্দগাঁও থানার সামনে থেকে ঘুরিয়ে দেয়ার অপরাধে বহদ্দারহাট মোড় থেকে আটক করা হয়। আটকের পর দেখা যায়, বাসটির পিছনের কাঁচটি প্রায় পুরোটাই ভাঙা। যাত্রীদেরকে বাসের পিছনের অবস্থা দেখানো হলে তারাও ক্ষোভে ফেটে পড়েন এবং চালক-মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে বাসটির মালিককেও মোবাইল কোর্টে হাজির করা হয়। এরকম ঝুঁকিপূর্ণ বাস রাস্তায় কেন নামানো হয়েছে জিজ্ঞাসা করা হলে মালিক ও চালক কোন উত্তর দিতে পারেননি।
এমতাবস্থায়, ফিটনেসবিহীন বাস রাস্তায় চালিয়ে ও চালাতে দিয়ে যাত্রীদের জীবনকে হুমকির মুখে ফেলার অপরাধে মোটরযান আইনের অধীনে উক্ত বাসের চালক মোঃ শামীম উদ্দিন (২৫), পিতাঃ মোঃ আশরাফ আলী, ইউনুস কলোনী, বাকলিয়া, চট্টগ্রাম ও হেলপার মোঃ আলমগীর (৪০), পিতাঃ ফজল করিম, রংগীপাড়া, হালিশহর, চট্টগ্রাম উভয়ের প্রত্যেককে ১ মাস করে এবং বাসের মালিক মোঃ মনির হোসেন (৩৫), পিতাঃ মোঃ শামসুল হক, গ্রামঃ ফতেহপুর, উপজেলাঃ সিংড়া, জেলাঃ মানিকগঞ্জ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র এ অভিযান অব্যাহত থাকবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন রাস্তায় নামালে এখন থেকে চালক ও হেলপারের পাশাপাশি গাড়ির মালিককেও আইনের আওতায় আনা হবে ।
Discussion about this post