মোঃ ফয়সাল এলাহীঃ বৈশাখী উৎসব উপলক্ষে সিটি মেয়র ফিতাকেটে বাংলাবাজার সাম্পান ঘাট উদ্ভোধন করেন ।শখের বশে কর্ণফুলী ভ্রমণে সিটি মেয়র। ঐতিহাসিক ষ্ট্র্যান্ড রোড বাংলাবাজার যাত্রী পারাপার ঘাটে সাম্পান-টেম্পু মালিক সমিতির বৈশাখী উৎসবে গিয়ে হঠাৎ করে কর্ণফুলী ভ্রমণ করার শখ হল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের।মেয়রের শখ বলে কথা। সাম্পান মাঝি,আয়োজকবৃন্দ সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়ল সিটি মেয়রকে কর্ণফুলী ভ্রমণ করানোর জন্য। মুহুর্তের মধ্যেই ঘাটে হাজির করা হল স্পীড বোট। আয়োজকবৃন্দ সিটি মেয়রকে তুলে নিলেন স্পীড বোটে। পরিকল্পনা হল বোটে করে মেয়রকে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে ঘুরিয়ে আনা হবে। মেয়র নদী ভ্রমণ করবেন আর সাম্পান-মাঝি,নেতা-কর্মীরা যাবেন না এ কি হয়? মেয়রের সাথে বোটে উঠে গেলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, ২৮ নাং ওয়াড কাউন্সিলর আবদুল কাদের,সাম্পান মাঝি মালিক সমিতির এনামুল হক,হাজী সফিক,ঝুনু মাঝি,একরামুল হকসহ আরো অনেকে। এক একটি করে প্রায় ৫০টি সাম্পান যাত্রী সংখ্যায় পূর্ণ হয়ে উঠেছে। সময় তখন বিকেল পৌনে ৩টা। কর্ণফুলী ফুলে উঠেছে জোয়ারের জলে। মেয়রকে সাথে নিয়ে ৫০টি সাম্পানের কাফেলা যাত্রা দেয় কর্ণফুলীর দক্ষিণ পাড়ে। ভরা নদীর জল ডিঙ্গিয়ে এগিয়ে চলে কাফেলা। দক্ষিণ পাড়ে পৌঁছে সিটি মেয়র বোট থেকে ঘাটে উঠেন। সেখানে উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় করেন। তারপর আবার পাড়ি দেন বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে। ঘাটে এসে বৈশাখী উৎসবে আগতদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে সিটি মেয়র অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ।