কাব্য=শেষ বেলার নিশি
নিশি কাব্য রচনা করতে আর ভাল লাগেনা,
বের হলাম দিবালোকে
দেখি সকলে ব্যস্ত যে যার কাজে,আপন মনে
হাসে’
সত্যিই কি এই দিবালোকের দৃশ্যই সত্যি?
নাকি ভ্রান্ত কোন ভাল থাকার অপ্রান মিথ্যে
চেষ্টা,
যেখানে ক্লান্ত শরীর নিয়ে আশা হতাশায় বাড়ি
ফেরা,
আর খেয়ে না খেয়ে ল্যাম্পপোষ্ট টা নিবিয়ে নিশির
ডাকে শুয়ে পড়া’
আসলে কি সবার চোখে নিদ্রা এসে ভীড় জমায়
নাকি চোখে বুকে স্বপ্ন একে নিদ্রা হারায়?
নাকি কেউ স্মৃতি চারন করতে করতেই আরো
একটি প্রভাত ফুটায়?
মিথ্যে হাসির ভাষন উপস্থাপন করার জন্যে’
নাহ দিবালোকের জুয়াচুরি কাব্য আর ভাল লাগেনা
এখানে কষ্ট নেই,আছে বাস্তব চিত্রে গোপন মিথ্যার
রমরমা বাজার’
ফিরে গেলাম নিশি কাব্যে গভীর আধারে হারিয়ে
একা একা সত্যচারন করাই ভাল
অন্তত কষ্ট টা কেউ দেখেনা তাই কেউ উপহাস করার
সুযোগও পাইনা,
স্বপ্ন গুলো হোক না আরো কয়েকটা রাত
জীবন নিয়ে বিভ্রান্ত’
আরো কিছু নিশির সত্য কাব্য রচিত হোক—
দিবালোকের অগোচরে ক্ষতি কি!
নিশিরা আর কত ভোর হবে?
একটি বার সত্যি আঁধারে চোখ বুঝলে হয়ত
এমন নিশি আর ভোরের নাগাল পাবেনা!লেখক-হেলাল ঊদ্দীন ( হিরা)
নিশি কাব্য রচনা করতে আর ভাল লাগেনা,
বের হলাম দিবালোকে
দেখি সকলে ব্যস্ত যে যার কাজে,আপন মনে
হাসে’
সত্যিই কি এই দিবালোকের দৃশ্যই সত্যি?
নাকি ভ্রান্ত কোন ভাল থাকার অপ্রান মিথ্যে
চেষ্টা,
যেখানে ক্লান্ত শরীর নিয়ে আশা হতাশায় বাড়ি
ফেরা,
আর খেয়ে না খেয়ে ল্যাম্পপোষ্ট টা নিবিয়ে নিশির
ডাকে শুয়ে পড়া’
আসলে কি সবার চোখে নিদ্রা এসে ভীড় জমায়
নাকি চোখে বুকে স্বপ্ন একে নিদ্রা হারায়?
নাকি কেউ স্মৃতি চারন করতে করতেই আরো
একটি প্রভাত ফুটায়?
মিথ্যে হাসির ভাষন উপস্থাপন করার জন্যে’
নাহ দিবালোকের জুয়াচুরি কাব্য আর ভাল লাগেনা
এখানে কষ্ট নেই,আছে বাস্তব চিত্রে গোপন মিথ্যার
রমরমা বাজার’
ফিরে গেলাম নিশি কাব্যে গভীর আধারে হারিয়ে
একা একা সত্যচারন করাই ভাল
অন্তত কষ্ট টা কেউ দেখেনা তাই কেউ উপহাস করার
সুযোগও পাইনা,
স্বপ্ন গুলো হোক না আরো কয়েকটা রাত
জীবন নিয়ে বিভ্রান্ত’
আরো কিছু নিশির সত্য কাব্য রচিত হোক—
দিবালোকের অগোচরে ক্ষতি কি!
নিশিরা আর কত ভোর হবে?
একটি বার সত্যি আঁধারে চোখ বুঝলে হয়ত
এমন নিশি আর ভোরের নাগাল পাবেনা!লেখক-হেলাল ঊদ্দীন ( হিরা)
Discussion about this post