মোঃ ফয়সাল এলাহীঃ নগরীর ব্যস্ততম শেখ মুজিব সড়ক পাশে অবস্থিত ফুটপাতজুড়ে নির্মাণ সামগ্রী রাখায় রাষ্ট্রীয় মালিকনাধীন তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়টি অবরুদ্ধ হয়ে পড়েছে। এর একটি ফটক একেবারে বন্ধ হয়ে গেছে। যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয় ‘যমুনা ভবন’ মাসাধিককাল ধরে এমন অবস্থায়। ভবন সংলগ্ন দক্ষিণ পাশে নির্মাণ কাজের জন্য পাথর, বালি, লোহার রডসহ যাবতীয় সামগ্রী এনে রাখা হয়েছে এই ফুটপাতে। ফুটপাতের সবটাই এখন নির্মাণ সামগ্রীর পাহাড়। এভাবে ফুটপাত দখল করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। তাদের এই পথ দিয়ে হাঁটা বন্ধ। বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। অবশ্য সেখানে রাস্তায়ও রাখায় হয়েছে ইট। অপরদিকে, সামনের ফুটপাতে নির্বিচারে নির্মাণ সামগ্রী রাখায় যমুনা ভবন কার্যত অবরুদ্ধ। তাদের দক্ষিণের ফটকটিও বন্ধ হয়ে গেছে। কেবল উত্তরের ফটক দিয়ে চলাচল করতে হচ্ছে যমুনার কর্মকর্তা–কর্মচারীদের। গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়, প্রভাবশালী কারও নাম ভাঙ্গিয়ে এই বেপরোয়া আচরণ করছেন নির্মাতারা। স্থানীয় জনসাধারণ অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইমারত নির্মাণ বিধিমালা লংঘন করে ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারে। ভবন নির্মাণ বিধিমালা তথা বিল্ডিং কোড ২০০৮ এ স্পষ্ট নির্দেশনা রয়েছে যে ভবন মালিকের নিজস্ব জায়গায় নির্মাণসামগ্রী রাখতে হবে। কিন্তু নগরীর ব্যস্ততম রাস্তার ফুটপাত দখল করে সেখানে ইট–পাথর, রড ও অন্যান্য জিনিস রাখলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন। গত ২৭ মার্চ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর সিরাজুদ্দৌলা রোড এলাকায় ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার দায়ে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন ।
Discussion about this post