তপু রায়হান রাব্বী জেলা প্রতিনিধিঃ ফুলপুর উপজেলায় ২৪শে মার্চ রোজ শনিবার সকাল ১০টায় সাহাপুর ইউনিয়নের, নাউধারা গ্রামের মেইন রোডের পাশে এক মসজিদের সামনে ধান ক্ষেতে এক লাশ পাওয়া যায়। সাধারন মানুষ ধারণা করছে , লোকটির বাড়ি নকলা উপজেলার পাটাকাঠা গ্রামে, নাম মোঃ আলিম উদ্দিন(৩৫), সিএনজি চালক। এলাকাবাসি জানায় এটা একটি সন্ধেহ জনক ঘটনা। হয়তো কেউ তাকে মেরে ফেলে দিয়েছে । দূর গন্ধ ছড়িয়ে পড়েছে চার দিকে। ২৪শে মার্চ রোজ শনিবার এলাকার মানুষ জন লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায় , কত দিন ধরে লাশটি এখানে ছিল তা জানা যায়নি ।পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহে্র হাসপাতালে পাঠায়।