তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃফুলপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ০২ এপ্রিল রোজ সোমবার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পন্ডিত সহ ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ, এক জাক শিক্ষার্থী সহ আরো অনেকে ।
Discussion about this post