দাগনভূঞায় মাদক বিরোধী বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা রোজ শনিবার ১২ ফেব্রুয়ারী সকাল এগারোটায় ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আলী মর্তুজা, ইয়াকুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম বাবুল ও অত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা সহ শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং সহ নানান সমস্যা নিয়ে আলোচনা করা হয়।