ফেনী জেলার দাগনভূঞা উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠান পহেলা ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলী রাণী দাস।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, ফুলগাজী ইউবিসিসিএ লিমিটেডের সভাপতি আবদুল মতিন পাটোয়ারী,
সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন আহমেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম এ তাহের পন্ডিত,সাবেক সভাপতি নুরুল আলম খাঁন, সহ- সভাপতি আহমেদ হিমেল,সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন,সহকারী সম্পাদক মোঃ নাজমুল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার,সদস্য আলাউদ্দিন আল হাসান, তবারক হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।