৭১বাংলাদেশ ডেস্কঃফেনীর দাগনভূঁঞা উপজেলার, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর গজারিয়ার মোবারক আলী মাষ্টার বাড়ির, মৃত শেখ আহাম্মদের সম্পত্তি জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। উদ্ধারের জোর দাবী জানিয়েছে ওয়ারীশগন।
ইউপি সদস্য ও সালিশদারদের সূত্রে জানা যায় যে, ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের, ৬নং ওয়ার্ড উত্তর গজারিয়ার মোবারক আলী মাষ্টার বাড়ির, মৃত শেখ আহাম্মদের সম্পত্তি জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল ।
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানাগেছে, মরহুম শেখ আহাম্মদের ওয়ারীশরা সম্পত্তির মালিক হয়েও লোকবল ও অর্থিক সামর্থ না থাকাতে সম্পত্তি জবর দখলে রেখেছে কিছু অসাধুব্যক্তি।ওয়ারীশরা সম্পত্তির মালিক হয়েও ভোগ করতে পারছেনা।
শেখ আহাম্মদ এর বড় ছেলে মনির আহাম্মদ প্রতিবেদককে বলেন,পূর্ব পুরুষের ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক আমরা। কিন্তু দীর্ঘ ৬০ বছর যাবৎ জবর দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা।মালিকানা সত্বে আমরা ওয়ারীশগন সঠিক তদন্তের মাধ্যমে আমাদের সম্পত্তি ফিরে পেতে চাই।