জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় পুষ্টি উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলার অসহায় মানুষদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পরে “সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে জাতীয় পুষ্টি উপজেলা কমিটির সদস্য সচিব ও দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও জাতীয় পুষ্টি উপজেলা কমিটির সভাপতি গাজালা পারভীন রুহি।
এসময় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, দাগনভুঁইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা সহ উক্ত অনুষ্ঠানে পুষ্টি কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় খাদ্য সামগ্রীর প্যাকেটে পোলাও চাল, চিনি, আলু, সেমাই প্যাকেট, সয়াবিন তেল ও মসুর ডাল আনুপাতিক হারে বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাধারণ মানুষের মাঝে খাদ্যের পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হচ্ছে। যার অংশ হিসেবে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post