৭১ বাংলাদেশ প্রতিনিধিঃফেনীর মহিপালে সি এন জির অতিষ্টে দূর্ভোগে পড়েছে পথচারীরা । সরজমিনে গিয়ে দেখা গেছে ফেনী মহিপালের চার রাস্তার মাজে সি এন জির বিপুল সমাহার।অপর দিকে পথচারীরা অভিযোগ করে বলেন এটি যেন সি এন জির মেলা ? তার মধ্যে বাস,ট্রাক তো আছেই।কয়েক জন ট্রাপিক পুলিশ দিন রাত কজ করেই যাচ্ছে, অথছ ট্রাপিক পুলিশের কথা মানছেনা সি এন জি চালকরা
ট্রাপিক পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারছেনা সি এন জি চালকদের,এতে করে সাধারণ পথচারীরা চরম দূর্ভোগে পড়েছে ।
পথচারী মালেক প্রতিনিধি কে জানান কখন যে রাস্তা পার হতে গিয়ে তাদের জীবন সংকটে পড়ে তারা নিজেরাই জানেনা ।
কলেজ ছাত্রী আমেনা বলেন সাধারণ পথচারীরা চায় তাদের জীবনের নিরাপত্তা। পথচারীদের জীবনের নিরাপত্তার দায়ভার কে নিবে?