শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃ-ফেনী সোনাগাজী উপজেলার ডাক-বাংলায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ও চট্রগ্রাম সিআরপি’র সহযোগিতায় ২৭শে ফফেব্রুয়ারি দিনব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৮.৩০মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকবাংলা কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা চলে। ১০জন চিকিৎসক উপজেলার প্রত্যন্তঞ্চল থেকে আগত ৬৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ৩০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে অপারেশন ও ৩জনকে কৃত্রিম পা সংযোজনের জন্য নির্ধারন করা হয়। সকালে উপজেলা প্রতিবন্ধী কল্যায়ণ সংস্থার সভাপতি মাস্টার মো. বাহাদুরের সভাপতিত্বে ও মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা শিবির উদ্বোধন করেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন, ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, ফেনী জেলা পরিষদের সদস্য, বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিআরপি’র চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মীর এমরান ও প্রতিবন্ধী মো. হানিফ প্রমূখ। এসময় প্রতিবন্ধীদের কল্যাণের জন্য পুলিশ সুপার ৫০হাজার টাকা, পৌর মেয়র প্রতিবন্ধীদের অফিসের জন্য আসবাবপত্র ও নগদ ১০হাজার টাকা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান প্রতিবন্ধীদের জন্য আনন্দ ভ্রমন ও মঙ্গলকান্দি ইউপি চেয়ানম্যান নগদ ১০হাজার টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন।