মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃওমান প্রতিনিধিঃওমান সালালাহ্ ফ্রি ভিসা শ্রমিকের উপর ৮ হাজার টাকা ব্যাট চেয়েছে এক ওমানি ব্যক্তি,
ওমান সালালাহ্ সিটিতে আবাসিক এলাকায় রাতে গাড়ী সাফাই সহ বিভিন্ন কাজ করতো শ্রমিকরা , এতে এক ওমানি এসে তাদের বলে এখানে কাজ করতে হলে তাকে প্রতি মাসে ৪০ রিয়াল বাংলাদেশি ৮ হাজার টাকা করে দিতে হবে,তা না হলে কাজ করতে দিবেনা
এতে শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ৮ হাজার টাকা ব্যাট দিতে হলে তারা কাজা করবেনা, তাই শ্রমিকেরা ৪ দিন কাজ বন্ধ করে দিয়েছে, তারা কোন ব্যাট দিবেনা এবং তাদের দাবী না মেনে নিলে তারা কাজ করবেনা প্রায় ১০০শত শ্রমিক।
এই নিয়ে ঐ ওমানির সাথে কথা বললে তিনি জানান সেই এই সিটি এলাকা ডাক এনেছে, তাই তাকে ৮ হাজার টাকা করে দিতে হবে।
এই নিয়ে অন্য ওমানিরা ঐ ওমানিকে বলে এই এলাকা কখনো ডাক দিতে পারেনা এটা বিশ্বর কোথাও নেই এবং তাকে ডাকের কাগজ পত্র দেখাতে বললে সে কোন কাগজ দেখাতে পারেনি। তাই ৩-৪ ওমানিরা এই ব্যাপার নিয়ে কয়েক বার বসেছে এবং শ্রমিকের দাবি মেনে নেওয়ার জন্য বলেছে, এবং ওমানিরা বলেছে ঐ ওমানিকে কোন টাকা না দেওয়ার জন্য, উক্ত ওমানি ব্যক্তি শ্রমিকদের কাজ করতে দিচ্ছে না বলে জানান শ্রমিকরা ।