৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ,শুক্রবার ( ১১ মে) সকালে জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক কলেজ মাঠে ফিরিঙ্গিবাজার কো-অপারেটিভ সোসাইটি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি পরীক্ষা করান রক্তের গ্রুপ, রক্তে ডায়াবেটিসের মাত্রা।
আয়োজকদের আবদার মেটাতে তিনি হাত বাড়িয়ে দেন পরীক্ষা করানোর জন্য। এ সময় জনসাধারণ, চিকিৎসা নিতে আসা রোগী, চিকিৎসকেরা হতচকিত হয়ে পড়েন। চিকিৎসকেরা মেয়রের আঙুল থেকে রক্ত সংগ্রহ করে কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট দেন।
ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।সূত্র জানায়
ক্যাম্পে প্রায় চারশ’ রোগীর খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু রোগ ও মেডিসিন চিকিৎসা দেওয়া হয়।,