৭১ বাংলাদেশ প্রতিবেদকঃবকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ডিটি রোডে বিক্ষোভ করেছেন তায়্যেবা ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।ফলে উক্ত সময়ে সড়কে যান চলাচলে বাধা পডে ।
পুলিশের ডাবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান বলেন, কারখানাটির মালিক রুস্তম আহমেদ দুই মাস ধরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি। পাওনা বেতন-ভাতা পরিশোধের দাবিতে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা।
তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দুজন প্রতিনিধিসহ মালিক পক্ষের সঙ্গে আমরা আলোচনা করবো। শ্রমিকরা যাতে দ্রুত বকেয়া বেতন-ভাতা পায় তার ব্যবস্থা করা হবে।