সাবেক গণ পরিষদ সদস্য, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ জননেতা মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ কে গত ১৬ আগষ্ট রাতে মোমিনরোড়স্থ বাসায় দেখতে গেলেন বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জাহাঙ্গীর চৌধুরী রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য, সাবেকমন্ত্রী এম.এ.মান্নানের পুত্র আবদুল লতিফ টিপু, সাবেক ছাত্রনেতা ফরিদ নেওয়াজ, ফখরুদ্দীন বাবলু, অধ্যাপক ড. মোঃ শহীদ উল্লাহ, শহীদুল হক ফেরদৌস, রফিকুস সামাদ সোহেল, সেলিম আকতার পিয়াল, জাবেদ সোলায়মান, আসিফ ইকবাল, ইলিয়াছ সরকার, রোজি চৌধুরী, মোঃ তিতাস, ইয়াছফার প্রমুখ।
এসময় বেলজিয়াম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী অসুস্থ প্রবীণ ও পরিচ্ছন জননেতা এম.আবু ছালেহ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় মুক্তিযোদ্ধা উপস্থিত সকলকে বলেন আমি এখন জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যে আমার খোঁজ খবর নিতে এসেছেন এটাই আমার বড় প্রাপ্তি। আপনারা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগকন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি পুনরায় এই দেশের নেতৃত্ব দেওয়ার রায় পান আপনাদের কাছ থেকে। এসময় উপস্থিত সকলে মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহকে বঙ্গবন্ধুর আদর্শের সত্যিকারের সৈনিক বলে অভিহিত করেন।
Discussion about this post