নওগাঁ জোলা প্রতিনিধিঃনওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় এ আসনটি শুন্য হয়। ১৭ অক্টোবর নির্বাচনের দিন ঘোষনা করায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে দৌড়ঝাঁপ এবং মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ অফিস থেকে ৩৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ উপনির্বাচনে আত্রাই-রানীনগর এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু আ”লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার নূরে আলম সিদ্দিকী সরদার। তাকেই সর্বস্তরের মানুষ এমপি হিসাবে দেখতে চায়। দুই উপজেলার মানুষের প্রত্যাশা অনুসারে জনসংযোগ, উঠান বৈঠক, সমাবেশসহ নানা উপায়ে ভোটারদের কাছে পৌঁছার চেষ্টা করেছেন ইঞ্জিনিয়ার নূরে আলম সিদ্দিকী সরদার। এক সাক্ষাৎকারে তিনি জানান, আমি তো এলাকার সন্তান, আমি বঙ্গন্ধুর আদর্শের সৈনিক, ছাত্র অবস্থায় থেকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিার আদর্শে বিশ্বাসী।
স্বৈরাচার বিরোধী আন্দোলন নির্যাতিত যোদ্ধা। সকলে জানেন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এছাড়াও গরীব দুখি মেহনতি মানুষের সেবা করাই আমার প্রধান কাজ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলকে সুসংগঠিত করে ও এই অঞ্চলের শান্তি বজায় রাখতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে কাজ করে যেতে পারবে বলে মনোনয়ন দেয়া সঠিক সিদ্ধান্ত হবে বলে অনেকের মত।
জনপ্রিয়তার বিচারে তিনি উচ্চ শিক্ষত, নেতৃত্বের গুনাবলী রয়েছে বলেও স্থানীয় জন সাধারণের ধারনা। আত্রাই রানীনগর এলাকাটি বরেন্দ্র ভুমি এখানে চাষাবাদের জন্য উপযুক্ত। কিন্ত আমার এলাকার মানুষ অসহায় দরিদ্র উপযুক্ত উপকরণ না থাকায় চাষাবাদে ব্যহত হচ্ছে। আমার ইচ্ছা ঔ খেটে খাওয়া কৃষককে সর্বোচ্চ সুবিধা দিয়ে উন্নত কৃষি ব্যবস্থা করণ। পাশাপাশি এখাকার শিক্ষার প্রসার ঘঠানো যাতে করে দুই উপজেলার মানুষ উচ্চ শিক্ষায় শিখিত হতে পারে।
মনোনযন পেলে আমি চাই আমার এলাকাকে জননেত্রী শেখ হাসিনার ভিশন “আমার গ্রাম আমার শহর” হিসেবে গড়তে চাই। এলাকার মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার হয়ে কাজ করতে চাই। আমি ডিজিটাল কর্মসূচির যথার্থ প্রতিফলন দিতে চাই। পাশাপাশি এলাকার হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে।
ইতিমধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে৷