বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন নৌকার মাঝি আবুল হোসেন(৭৫) তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছি তবে সনদের জন্য নয় ।
অশ্রুঝরা কন্ঠে বলতে থাকেন চট্রগ্রাম, কর্ণফুলি উপজেলার, চরপাথর ঘাটা, ২ নং ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দা মরহুম দুদু মিয়ার পুত্র মোহাম্মদ আবুল হোসেন(৭৫) তিনি আরো বলেন যুদ্ধ চলাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ,খাদ্যদ্রব্য সহ কর্ণফুলি নদী পারাপার করে দিয়েছিলেন এবং নিজের বসতবাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন ।
৭৫ বছর বয়সী এই আবুল হোসেন আরো বলেন জীবনের এই শেষ বয়সে এসে তার আর কোন চাওয়া পাওয়া নেই তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি দয়া করে তাকে মুক্তিযুদ্ধের সনদ প্রদান করেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ থাকিবেন ।