৭১ বাংলাদেশ প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে দেবিদ্বার সরকারি শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার সরকারি শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ৪ (দেবিিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবদুল কাশেম ওমানী, এডভোকেট নাজমা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শিশু পরিবারের সহকারি তত্বাবধায়ক কাইয়ুম সরকার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, সাবেক জিএস আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান মোল্লা,
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী,
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহাদাৎ হোসেন মিঠু, নুরুল আমিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, যুবলীগ নেতা কাজী সুমনসহ আওয়ামীলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কমী,সাংবাদিক সহ আরো অনেকে উপস্তিত ছিলেন ।