সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অন্যতম। শিক্ষিত চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। সবার প্রচেষ্ঠায় আর্থসামাজিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর্থসামাজিক বাংলাদেশ গড়ে উঠবে শিক্ষার্থীদের হাত ধরেই। তিনি আরো বলেন, মাদক সন্ত্রাস ইভটিজিং জঙ্গিবাদ থেকে নিজেদের সন্তান এবং নিজেদেরকে বাঁচিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুস্থ দেহের জীবন-যাপন করা প্রতিটি শিক্ষার্থীর উচিত। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনযোগী হতে হবে।
নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
(১৬ জানুয়ারি) সোমবার বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি সিলেট সদরের উদ্যোগে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পালের সভাপতিত্বে ও সিলেট সরকারি পাইলট স্কুলের ক্রীড়া শিক্ষক মাসুক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো:হোসেন, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার শিরীনা আক্তার।
বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দিপাল কুমার সিংহ, শিপ্রা দেব, আফতাব হোসেন চৌধুরী, আব্দুল কাদির, মোস্তাফিজুর রহমান, শাহজাহান আলী, শন্তু নদী পুরকায়স্থ, প্রদীপ দেব নাথ, আব্দুল মজিদ, মফিজুল ইসলাম, মানিক মিয়া, আব্দুল কাইয়ুম, শহীদ হোসেন, বিজয় সেন সামন্ত, লাকী বেগম, মানিক খান,
জোসনা বেগম, মঞ্জু লাল শর্মা, সালাহ উদ্দিন, মুখলেস আহমেদ, মনিরুল ইসলাম, মাছুম আহমদ প্রমুখ।