বিশেষ প্রতিবেদেকঃ জেল হত্যা দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা ও ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাটহাজারী শাখার আমানবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা চিকনদন্ডী ইউনিয়ন শাখার, সভাপতি আবুল মনছুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আব্দুল্লাহর সঞ্চালনায় ৬ নভেম্বর বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মার্শেল কবির পান্নু, বিশেষ অতিথি ছিলেন চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন জেলার যুগ্ন আহবায়ক সামছুল করিম লাবলু, বিশেষ বক্তা হিসাবে ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহেদ মিজান বাবু, জেলার সদস্য শেখ ফরমান উল্লাহ চৌধুরী, হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবছার, যুগ্ন আহবায়ক বাদশা হোসেন, শাহেদুল আলম বাবর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় চারনেতার উৎসর্গীয় জীবনী ও তাদের মৃত্যুর বিষয়ে বিশদ আলোচনা করেন। বঙ্গবন্ধু সহ পরিবারবর্গ, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। আরও বলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার মূল কারণ হলো বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করা, বাংলাদেশকে মেধাশূন্য করার অপপ্রয়াস মাত্র, এখনো অনবরত বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সর্বোপরি বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে হাটহাজারী উপজেলার সকল নেতৃবৃন্দকে নীতি নৌতিকতার মধ্যে থেকে সাংগঠনিক কর্মকান্ড জোরালোভাবে পরিচালনা করার আহবান জানান।