জনতার কলাম, সাংবাদিক এম এম লালমিয়াঃআজ আর এই মহান মানুষ জাতিরপিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু সে আমাদের মাঝে বেঁচে না থাকলেও মিশে আছে বাংলার আকাশে বাতাসে মিশে আছে বাংলার প্রতিটি সৎ লোকের মাঝে, বসে আছে তার প্রতিটি ভক্ত বৃন্দের মনের মাঝে মধ্যমনী হয়ে।জাতিরপিতার ছবির দিকে তাকিয়ে থাকলেই ফিরে পাওয়া যায় সৎ সাহস”” মনের ভেতর চলে আসে শক্তি”” হারিয়ে ফেলা পথ খুজে পাওয়া যায়!!!
জাতিরপিতা বলেন আমি আছি তুদের মাঝে বেঁচে আছি, সৎ পথে সাহস নিয়ে এগিয়ে যা একটি সময় ঠিক সফলতা পাবি।
তাইতো গুরু হিসাবে আমি তাকেই মানি যখনই কোন কাজে পথ হারিয়ে ফেলি তখনই জাতিরপিতার ছবির দিকে তাকিয়ে থাকি ও কিছুক্ষনের মধ্যেই সকল প্রশ্নের উত্তর খুজে পাই আর হারিয়ে ফেলা পথও খুজে পাই, সেই সাথে আরেকটি সত্য কথা না বল্লে মনে শান্তি পাবোনা, বঙ্গবন্ধুর ছবির পাশে যখন তার সুযোগ্য কন্যা বিশ্বমাতা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি থাকে আর এই দুইটি ছবির দিকে একত্রে তাকিয়ে থাকলে অসাধ্যকেও সাধ্য করা যায়, আসলে সব মিলিয়ে বলতে গেলে জাতিরপিতার পরিবারের প্রতিটি মানুষ কে স্বরন করলে ও অনুসরন করলে তার জীবন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠবে ও মানব জীবন স্বার্থক হবে।
কমান্ডার এম এম লালমিয়া
মোবাইলঃ ০১৭৮৯৪১৫৩১৯