বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের আহবায়ক কমিটির উদ্যোগে ১৪ মে শনিবার বিকেল ৪টায় কাজী নজরুল একাডেমিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কবি দিলওয়ার হুসেইন।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় আলোচনা সভা ও সাহিত্য আসর বিশেষ অতিথির বক্তব্য রাখেন আফিকুর রহমান আফিক ও শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন কবি ইসমত আরা খান মুক্তা, কবি কামাল আহমদ, কবি মুছাদ্দিকা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি কুবাদ বখত চৌধুরী প্রমুখ।
রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম।
অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘আমাদের রবীন্দ্রনাথ’ এবং গল্পকার শহিদুল ইসলাম লিটন সম্পাদিত নিয়মিত সাহিত্য পত্রিকা ‘অন্তর্দৃষ্টি’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।