পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীণ তেঁতুলিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। ৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয় । উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল, ক্রীড়া পরিষদ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ৩নং উপজেলা সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন, ২নং তিরনই হাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৫নং বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেনসহ উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ। উপস্থিত ছিলেন, কাজী মতিউর রহমানসহ উপজেলার বিশিষ্টব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। এতে ৭টি ইউনিয়নের মোট ৬টি দল ও ১টি দল লটারীর মাধ্যমে সরাসরি সেমিফাইনালে উন্নতি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপভোগ করতে উপজেলার শতশত ক্রীড়াভক্ত দশর্ক মাঠ জুড়ে অংশ নেয়। উদ্বোধনী খেলায় তেঁতুলিয়া সদর ইউনিয়ন ও শালবাহান ইউনিয়ন নামে দুটি দল অংশ গ্রহন করে। এতে পেনাল্টিতে ৩-০ গোলে তেঁতুলিয়া দল জয় লাভ করে।