বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সোনারগাঁও,মোগরাপাড়া আইকন ইন্টারনেশনাল স্কুলে দিনব্যাপী সু চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ২০ মে রোজ শুক্রবার প্রদান করা হয়।
উক্ত এই কর্মসূচির উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বুলবুলের সঞ্চালনায় ও এম এ মহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ মাছুম চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, মানব সেবার মাধ্যমে খুব সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তাই সারা দেশব্যাপী আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার আপ্রাণ চেষ্টা চলছে।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই চিকিৎসা সেবা ২য় বারের মতো আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
এই সময় বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের নারী নেত্রী পিংকি খানম, মোঃ ফারুক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ- সভাপতি মোঃ সফিকুল ইসলাম বকুল, সহ সাধারণ সম্পাদক মোঃ তাইজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হ্যাপী আক্তার, সদস্য মোঃ পারভেজ প্রমূখ।
এতে সারাদিন ব্যাপী ২০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
Discussion about this post