ধ্বংস – ধ্বংস
কবিঃলেখক রফিকুল ইসলাম (খোকন)
জীবন জুড়ে তীব্র যন্ত্রণা নিয়ে বসতি
এতো নয় নিয়তি- ভুলের করুণ পরিণতি?
বুকটা জুড়ে সর্বক্ষণ প্রিয়জন হারানো আকুতি
শত অনুণয়-বিনয় তবু হয়নি ভুলের সমাধি।
এ জীবনটা ঝলসে যাওয়া এক শূন্যতা
তিক্ত কথার বিষাক্ত ছোবলে ধ্বংস আজ?
শাষন,বারণ,আদর হীন তমিস্রার পদার্পণ
নেই কোন সুখ-শুধুই দুখ ঝলসানো শূন্যতা।
বড্ড ইচ্ছে করে ফিরে যেতে অতিত সীমানায়
যেথায় মায়ের আদর-বাবার শাষণ ভ্রাতৃত্ব বন্ধন?
ফিরে যাওয়ার অংক কষতে চলছে আয়োজন
অংকের রেজাল্ট শূন্য-হচ্ছেনা ফেরা সেথায় ।
একাকী জীবন কতটা যন্ত্রণা বোঝানো দুষ্কর
কিছু যন্ত্রণা সহ্য হয়না,মন বলে যেতে চিরনিদ্রায়?
আত্মহত্যা মহাপাপ-হয়না সঠিক সমাধান
স্বপ্নহীন হয়ে বেঁচেআছি হয়ে জীবন্ত লাশ।
দু হাত জোর করে করছি মিনতি হে প্রভু
তব করুণায় হতে পারে এ জীবন নব শুরু?
তুমি মোরে করে মার্জনা- দান করো তব করুণা
তবে পেতে পারি সুখ সমৃদ্ধি ভালোবাসার কায়া।
শৈশবকালে যদি না থাকতো বন্ধনের ছায়া
তবে নিয়তি মেনে করতাম পার জীবনের কায়া?
পেয়ে হারানো কতটা যন্ত্রণার হৃৎপিণ্ড ক্ষত
ধ্বংস শুধুই ধ্বংস ভুলের কারণে সব ধ্বংস–*(ছবি ফাইল ফটো)
Discussion about this post