বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে সিলেটে শতাব্দির ভয়াবহ বন্যায় অনেক মানুষ মারা গেছেন।বন্যায় সব হারিয়ে মানুষ এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সিলেট সুনামগঞ্জ জেলার ও ছাতক দোয়ারা যোগাযোগ বিচ্ছিণ রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে মানুষ ত্রাণ নিয়ে যেতে পারছেন না। তাই অবিলম্বে এসব রাস্তা মেরামত করে যোগাযোগ সচল করার দাবি জানান। পাশাপািশ দল মত নির্বিশেষে সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
মিজান চৌধুরী আরো বলেন, বন্যা আক্রান্ত মানুষ বাড়ি-ঘর, আসবাবপত্র, গবাদি পশুসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।খাবারের জন্য আশ্রয়কেন্দ্র ও কেন্দ্রের বাহিরের মানুষের উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষার চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। বন্যার্তদের রক্ষায় স্থানীয় এমপি-মন্ত্রীরা প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।
ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে তালিকা করে ঘরবাড়ি নির্মাণ ও খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবা প্রদানের জোর দাবি জানান।
তিনি আরো বলেন, প্রতিদিনই ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে, গ্রামে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি। প্রবাসী বাঙালিরা যেভাবে আর্থিক সহায়তা দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিলেটে এসে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বন্যার্তদের সাহায্যার্থে স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান তিনি।
(২৬ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাতক উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
Discussion about this post