জনতার কলামঃমহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে লকডাউন চলছে। বরিশালে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে ঘড়ে থাকতে বাধ্য হয়েছে। খেটে খাওয়া মানুষের মধ্যে হাহাকার শরু হতে চলেছে। বিত্তবানরা নিজেকে নিরাপদে রাখতে ঘড় থেকে বের হচ্ছেনা।
অনেকে ১/২ হাজার টাকার খাবার ও মাস্ক বিতরন করে সেলফি তুলে ফেজবুকে আর চুংগায় ফু দিয়ে মিডিয়া কাভারেজ নিয়ে অনেক বড় জনদরদী সেজে কর্তব্য শেষ করে ঘড়ে উঠেছেন। কিন্তু এই কর্মহীন পরিবার গুলোর পাশে দাড়াতে কাউকেই খুজে পাওয়া যয়নি ।
ঠিক সেই মুহুর্তে নগরীর ৩০ টি ওয়ার্ডে কর্মহীন মানুষের পাশে দাড়ালেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল নগর আওয়ানীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র তার কাইন্সিলর এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে চাল ডাল তেল সহ বিভিন্ন প্রকারের খাবার সামগ্রী বস্তা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌছে দিচ্ছেন।
প্রায় ৪০ হাজার পরিবারের খাবার প্রস্তুত করতে কয়েক দিন সময় লেগেছে মাত্র । তবে যথা সময়ে খাবার পৌছানো শুরু করায় নগর বাসীর মধ্য স্বস্তি ফিরে এসেছে।
Discussion about this post