ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে দেশটির জাতীয় আনবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেলে ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীর বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন। মঙ্গলবার থেকেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি। আর ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালের পরমাণু সমঝোতার সীমার মধ্যে থেকেই তা করার কথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো কোনো ইউরোপীয় সরকারের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা চায় ইরানি জাতি নিষেধাজ্ঞাও সহ্য করবে আবার পরমাণু কর্মসূচিও বন্ধ রাখবে। কিন্তু ওই সব ইউরোপীয় সরকারের জেনে রাখা উচিত তাদের এই স্বপ্ন সত্যি হবে না। নিশ্চিতভাবেই খুব শিগগিরই ইরানের জন্য পরমাণু তৎপরতার প্রয়োজন দেখা দেবে বলে তিনি জানান।
আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তিনি বলেন, (সাদ্দামের) চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি ছিল না, এ কারণে সীমান্ত শহরগুলো থেকে শুরু করে রাজধানী তেহরান পর্যন্ত রাত-দিন ক্ষেপণাস্ত্র এসে পড়তো। কিন্তু বর্তমানে তরুণ বিশেষজ্ঞদের কল্যাণে মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছি আমরা। শত্রুরা এটা জানে যে, তারা যদি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে এর জবাব দেব।
তিনি বলেন, শত্রুরা এ বিষয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে যাতে আমরা আমাদের জাতীয় শক্তি ও দৃঢ়তার এই উপাদান হাতছাড়া করি এবং তারা সহজেই আমাদের দেশ-জাতি ও ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু ইরানি জাতি তাদের এ তৎপরতার মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে অবস্থান এবং বিশ্বের মজলুম জাতিগুলোর প্রতি সমর্থনকে ইসলামি ইরানের জাতীয় নীতির একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিক বলেও উল্লেখ করেন ইরানের এই সর্বোচ্চ নেতা।
ওদিকে, ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা (এ.ই.ও.আই) বলেছে, সেন্ট্র্রিফিউজ নির্মাণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইউএফ৪ এবং ইউএফ৬ গ্যাস উৎপাদনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
২০১৫ সালের পরমাণু সমঝোতার আওতায়ই এ তৎপরতা চালানো হবে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে এটি অবহিত করা হবে। এ.ই.ও.আই এর মুখপাত্র বেহরুজ কামালবান্দি আজ (মঙ্গলবার) আরো জানান, চিঠির মাধ্যমে ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ৬’এর উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরুর বিষয়ে আইএইএ’কে অবহিত করা হবে। সেন্ট্রিফিউজে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড বা ইউএফ৬। সোমবার থেকে এ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়ার কয়েক ঘণ্টা মধ্যেই এ বক্তব্য দিলেন বেহরুজ।