বিশেষ প্রতিনিধিঃবলিউডের আশিকী ২’, এক ভিলেন’, বাঘি’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া নায়িকা শ্রদ্ধা কাপুর এবার ঢাকাই ছবিতে? বিষয়টি নিশ্চিত করেছেন সিলভার লাইন প্রোডাকশন হাউজের এক ঘনিষ্ঠজন।
এর আগে দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেইজেও বাংলা চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহুল আলোচিত বিগ বাজেটের ছবি মাসুদ রানা’র জন্য চলতি মাসেই চূড়ান্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, এরইমধ্যে গেল সপ্তাহে ঢাকায় ঘুরে গেছেন ছবির পরিচালক আসিফ আকবর, হলিউডের ফাইট ডিরেক্টরসহ মোট ছয় সদস্যের একটি দল।
এই প্রোডাকশনের কাছের একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করছেন এ বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে। পরিচালকসহ হলিউডের বাকি সদস্যরা এজন্যই সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। শিগগির মাসুদ রানার চরিত্রে কে অভিনয় করছেন সেটাও অফিশিয়ালি ঘোষণা আসবে।
‘মাসুদ রানা’র প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি রয়েছে সিলভার লাইন প্রোডাকশন। ছবিতে হলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী রয়েছেন। যাদের নাম অনেক আগেই ঘোষণা করা হয়েছে।